একই গানে পরিবারের তিন সদস্য
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিনোদন প্রতিবেদক
‘বাবু খাইছ’ দিয়ে দারুণ সূচনা হয়েছে সংগীতের দুই সহোদর মীর মাসুম ও মীর মারুফের। যাদের পরিচিতি এখন ‘মীর ব্রাদার্স’ হিসেবে। মীর মারুফ মানেই ডিজে আর জমজমাট আয়োজন। ওদিকে মীর মাসুম মানেই শ্রোতাপ্রিয় ব্যান্ড সোলস স্বাদের মেলো রক। কারণ, ব্যান্ডটির তিনি কিবোর্ডিস্ট। এবার এই ব্রাদার্স প্রোডাকশনের সঙ্গে যুক্ত হলেন নাসা। যিনি এরমধ্যে পরিচিতি পেয়েছেন ‘আইপিডিসি আমাদের গান’ আয়োজনের মাধ্যমে। এবার এ তিন ধারা মিলল এক গানে। ২০২৩ সালের শুরুতেই তারা হাজির হলেন ‘রাত বাকি’ গান দিয়ে। যার ব্যয়বহুল ভিডিও প্রকাশ হয়েছে সম্প্রতি অনুপম মিউজিকের ইউটিউব চ্যানেলে। ভিডিওটি নির্মাণ করেছেন ফরহাদ আহমেদ। গানটির গল্প জানতে চাইলে মীর মাসুম বলেন, এ গানটি অনেক আগের ভাবনা। তখন অন্য এক শিল্পীকে ভেবে তৈরি করা হয়! এতে নাসাকে ডাকা হয় ডামি ভয়েস দেয়ার জন্য। তার কণ্ঠেই গানটা দারুণ মানিয়ে যাওয়ায় তাকেই চূড়ান্ত করা হয়। মারুফও যুক্ত হয়েছে গানটি তৈরির মাঝপথে। সব মিলিয়ে শেষ পর্যন্ত দারুণ একটা আউটপুট পেলাম। ‘রাত বাকি’ গানটি তৈরি ও প্রকাশ হতে হতে মীর মারুফ যেমন সংযুক্ত হয়েছেন, তেমনই নাসা যুক্ত হয়েছেন মীর পরিবারে। মীর মাসুমের সঙ্গে কিছু দিন আগে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হন নাসা। একই গানে পরিবারের তিনজন মিলে কাজ করতে কেমন অভিজ্ঞতা হলো জানতে চাইলে মীর মারুফ বলেন, আমরা পরিবারের সবাই শুধু মিউজিকই করতে চেয়েছি। সেই চর্চাটা আমাদের পরিবারে আছে। আর নাসা ভাইয়ের স্ত্রী হলেও সবার আগে তিনি একজন শিল্পী। কাজের সময় সেটাই বেশি গুরুত্ব পেয়েছে।