গিটার কিংবদন্তি জেফ বেকের জীবনাবসান

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন ডেস্ক

ব্রিটিশ গিটার কিংবদন্তি জেফ বেক আর নেই। ১০ জানুয়ারি মারা গেছেন তিনি। তার অফিসিয়াল ওয়েবসাইট থেকে খবরটি নিশ্চিত করা হয়েছে। কালজয়ী এ তারকার বয়স হয়েছিল ৭৮ বছর। জেফ বেকের পুরো নাম জিওফ্রে আর্নল্ড বেক। ক্যারিয়ারের প্রথম দিকে তিনি ‘দ্য ইয়ার্ডবার্ডস’ ব্যান্ডে বাজিয়েছিলেন। পরবর্তী সময়ে নিজের একক পারফরম্যান্সে মনোযোগ দেন। শুধু গিটারের মূর্ছনা ছড়িয়েই তিনি জয় করেছেন বিশ্ব। হয়েছেন সেরাদের সেরা। জেফ বেককে বলা হয় ‘গিটারিস্টদের গিটারিস্ট’। মার্কিন সাময়িকী রোলিং স্টোনের মতে, সর্বকালের সেরা পাঁচজন গিটারিস্টের একজন তিনি। এ ছাড়া অন্যান্য জরিপেও তিনি সেরাদের তালিকায় রয়েছেন। রক মিউজিকের অন্যতম প্রভাবশালী গিটারিস্ট হিসেবে খ্যাত বেক। তার জন্ম ১৯৪৪ সালের ২৪ জুন ইংল্যান্ডের ওয়েলিংটনে।