ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

আজ ‘রায়মঙ্গল’ নাটকের প্রদর্শনী

আজ ‘রায়মঙ্গল’ নাটকের প্রদর্শনী

আজ অনুস্বরের ‘রায়মঙ্গল’ নাটকের দ্বিতীয় প্রদর্শনী অনুষ্ঠিত হবে।  শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে সন্ধ্যা ৭টায় নাটকটি মঞ্চায়িত হবে। ‘রায়মঙ্গল’ অনুস্বরের অষ্টম প্রযোজনা। সুমন মজুমদারের উপন্যাস ‘রাইমঙ্গল’র নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন সাইফ সুমন। ৩০ ডিসেম্বর মহিলা সমিতির নীলিমা ইব্রাহীম মিলনায়তনে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হয়। কাল বদলায়, নানান চড়াই-উতরাই পার করে জনপদ নির্মাণ হয়, হতে থাকে। প্রকৃতি-মাটি-শ্বাপদের সঙ্গে কখনও লড়াই, কখনও প্রেম, এমন কত বৈচিত্র্যের ধারাহিকতায় মানুষ টিকে যায়। মানুষের বেঁচে থাকার গল্প দীর্ঘ হয়ে যুগ-যুগান্তরে পৌঁছায়। প্রকৃতি নির্ভরতায় নির্মিত মৌয়ালি জনপদে ন্যায়-অন্যায়ের নির্বিশেষ জীবন সংগ্রাম আর লোভ-লালসায় অমানবিকতা যেন সমান্তরাল। প্রেম, ক্ষুধা, জীবিকার চিরন্তন সংগ্রামে দল-উপদলে হানাহানির পাশাপাশি অধুনা-ধর্ম-রাজনীতি ব্যবহার করে সংখ্যালঘু উৎপাটনের গল্প ‘রায়মঙ্গল’। স্থান-কালভেদে বর্তমান সমাজের প্রবৃত্তিরই যুগ-যুগান্তরের গল্প ‘রায়মঙ্গল’।

আলোকিত বাংলাদেশ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত