৮০তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড প্রদান
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিনোদন ডেস্ক
গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের ৮০তম আসরের বিজয়ী তালিকা ঘোষণা করা হলো। ১০ জানুয়ারি রাতে লস অ্যাঞ্জেলসের বেভারলি হিলটনে গত বছরের হলিউডসহ বিশ্বের বিভিন্ন দেশের সেরা চলচ্চিত্র ও টেলিভিশন অনুষ্ঠানকে পুরস্কৃত করা হয়। ক্যালিফোর্নিয়া-ভিত্তিক সংগঠন হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশনের সদস্যরা ভোট দিয়ে বিজয়ীদের নির্বাচন করেছেন। ৮০তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসে চলচ্চিত্র ও টেলিভিশন মিলিয়ে ২৭টি বিভাগে পুরস্কার দেওয়া হয়েছে। তবে কারিগরি কাজে সম্পৃক্ত কারও জন্য স্বীকৃতি থাকে না এ আয়োজনে। এ ছাড়া দুইজন পেয়েছেন আজীবন সম্মাননা। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন আমেরিকান কমেডিয়ান জেরড কারমাইকেল। সেরা পরিচালক স্টিভেন স্পিলবার্গ। সেরা চলচ্চিত্র (ড্রামা) দ্য ফেবেলম্যানস। সেরা চলচ্চিত্র (মিউজিক্যাল অথবা কমেডি) দ্য বানশিজ অব ইনিশেরিন। সেরা অভিনেতা (ড্রামা) অস্টিন বাটলার (এলভিস)। সেরা অভিনেত্রী (ড্রামা)। কেট ব্ল্যানচেট (টার)। সেরা অভিনেতা (মিউজিক্যাল অথবা কমেডি) কলিন ফারেল (দ্য বানশিজ অব ইনিশেরিন)। সেরা অভিনেত্রী (মিউজিক্যাল অথবা কমেডি) মিশেল ইও (এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স)।