ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

‘ওয়ান-ইলেভেন’ নিয়ে নির্মিত হচ্ছে চলচ্চিত্র

‘ওয়ান-ইলেভেন’ নিয়ে নির্মিত হচ্ছে চলচ্চিত্র

উত্তাল রাজনীতির ‘ওয়ান-ইলেভেন’ নিয়ে নির্মিত হচ্ছে একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। বানাচ্ছেন সাংবাদিক কামরুল ইসলাম রিফাত। সম্প্রতি সিনেমাটিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন বরেণ্য অভিনেতা আফজাল হোসেন। প্রশ্ন হলো, ২০০৭ সালের সেই ‘ওয়ান-ইলেভেন’ ঘিরেই কি ছবিটির গল্প এগোবে? তবে কি সাবেক সেনাপ্রধান মইন উ আহমেদ কিংবা তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ফখরুদ্দীন আহমদের চরিত্রে দেখা যাবে আফজাল হোসেনকে! হ্যাঁ বা না, কোনো জবাবই দিলেন না নির্মাতা। শুধু এতটুকু জানালেন, ছবিটি থ্রিলার ধাঁচের গল্পে নির্মিত হচ্ছে। নির্মাতা রিফাত বলেন, ধুরন্ধর রহস্য রোমাঞ্চকর ইতিহাসকে আতশ কাঁচের নিচে ফেলতেই স্পষ্ট দেখা মেলে নায়ক, খলনায়ক, পুলিশ, গোয়েন্দা, লেখক, গণমাধ্যম আর কিছু অসমাপ্ত প্রশ্নের ভুলভ্রান্তি ভরা উত্তর। এ চলচ্চিত্র সে গল্প বলবে। এর বেশি এখনই কিছু বলতে চাই না আমরা। নির্মাতা জানান, ২০২১ সালের অক্টোবরে সিনেমাটির গল্প-ভাবনার সূচনা হয়। গল্পটি রচনা করেছেন হুমায়ুন কবির বিশ্বাস। সংলাপ মোজাফফর হোসেনের। চিত্রনাট্য সংশোধন ও পরিমার্জন করেছেন চলচ্চিত্রকার যুগল নূরুল আলম আতিক ও মতিয়া বানু শুকু। রিফাত জানান, আগামী এপ্রিল-মে মাসের দিকে শুরু হবে ‘ওয়ান-ইলেভেন’র শুটিং। তার আগেই ঘোষণা করা হবে সিনেমাটির অন্যান্য শিল্পীর নাম।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত