ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

‘জেকে ১৯৭১’ পেল আনকাট ছাড়পত্র

‘জেকে ১৯৭১’ পেল আনকাট ছাড়পত্র

প্রেক্ষাপট ১৯৭১-এর মুক্তিযুদ্ধ। তবে গৎবাঁধা গোলাগুলির গল্প নয়, এখানে তুলে ধরা হয়েছে ওই সময়ের একটি বিশেষ ঘটনা। বাংলাদেশের মুক্তিযুদ্ধে সহায়তা করার জন্য ফ্রান্সের অর্লি বিমানবন্দরে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের (পিআইএ) একটি বিমান ছিনতাই করেছিলেন ফরাসি যুবক জ্যঁ কুয়ে। তার সেই বীরত্বগাথাকে উপজীব্য করেই সাজানো হয়েছে ছবিটি। নাম ‘জেকে ১৯৭১’। বলা হচ্ছে, এটি দেশের প্রথম আন্তর্জাতিক সিনেমা। যেটার ভাষা ইংরেজি ও শিল্পীরাও ভিনদেশি। ছবিটি নির্মাণ করেছেন ফাখরুল আরেফিন খান। ৯ জানুয়ারি কোনো কাটছাঁট ছাড়াই চলচ্চিত্র সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে এটি। সঙ্গে মিলেছে ভূয়সী প্রশংসা। খবরটি নিশ্চিত করেছেন সেন্সর বোর্ডের উপপরিচালক মো. মঈনউদ্দিন। ১০ জানুয়ারি সন্ধ্যায় ছাড়পত্র হাতে পান নির্মাতা ফাখরুল আরেফিন খান। তার ভাষ্য, সেন্সর বোর্ড সদস্যরা ছবিটি দেখে তাদের মতামত জানিয়েছেন, প্রশংসা করেছেন। এজন্য আমরা আনন্দিত। আশা করছি শিগগির প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি দিতে পারব।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত