রাজনৈতিক বিতর্ক ছাপিয়ে বক্স অফিসে দারুণ ব্যবসা করছে টলিউডের ছবি ‘প্রজাপতি’। সুপারস্টার দেব ও মিঠুন চক্রবর্তী অভিনীত এ ছবি তিন সপ্তাহ পেরিয়ে ৭ কোটি রুপির বেশি তুলে নিয়েছে পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহ থেকে। সেটা আবার আরও দুটি সিনেমার সঙ্গে পাল্লা দিয়ে। গেল ২২ ডিসেম্বর মুক্তি পায় ‘প্রজাপতি’। কিন্তু কলকাতার অন্যতম আকর্ষণ নন্দনে ছবিটির জায়গা হয়নি। বিতর্ক আছে, বিজেপিপন্থি মিঠুন চক্রবর্তী থাকার কারণেই নাকি সরকারি থিয়েটার নন্দনে ছবিটি মুক্তি পায়নি। এ নিয়ে কলকাতার গণমাধ্যম থেকে সোশ্যাল মিডিয়া, সবখানেই আলোচনা-সমালোচনা হয়েছে। তবে বিতর্ক যে দেব-মিঠুনের ছবির ব্যবসায় নেতিবাচক প্রভাব ফেলতে পারেনি, তা স্পষ্ট। তৃতীয় সপ্তাহে ছবিটি ১ কোটি ৯৯ লাখ রুপি আয় করেছে। এর আগে প্রথম ও দ্বিতীয় সপ্তাহে যথাক্রমে আয় হয়েছিল ২ কোটি ১৭ লাখ ও ২ কোটি ৮৫ লাখ রুপি। ফলে তিন সপ্তাহ শেষে ছবিটির আয় ছাড়িয়েছে ৭ কোটি রুপি। বাংলা ভাষার ছবির ক্ষেত্রে এটা নিঃসন্দেহে বড় সাফল্য বলে মনে করছেন টলিউড সংশ্লিষ্টরা। অভিজিৎ সেন পরিচালিত এ ছবিতে বাবা-ছেলের ভূমিকায় দেখা গেছে মিঠুন চক্রবর্তী ও দেবকে।