নতুন ‘মিস ইউনিভার্স’ গ্যাব্রিয়েল

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন ডেস্ক

‘মিস ইউনিভার্স ২০২২’ হলেন মার্কিন তরুণী আর’বনি গ্যাব্রিয়েল। ১৫ জানুয়ারি যুক্তরাষ্ট্রের নিউ অরলিনসের আরনেস্ট এন মরিয়াল কনভেনশন সেন্টারে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ঘোষণা করা হয় এবারের বিজয়ীর নাম। গ্যাব্রিয়েলের মাথায় মুকুট পরিয়ে দেন ২০২১ সালের ‘মিস ইউনিভার্স’ হারনাজ সান্ধু; যিনি ভারতের সুন্দরী। ৭১তম ‘মিস ইউনিভার্স’র এ আসরে বিশ্বের ৮৪ দেশের প্রতিযোগী অংশ নিয়েছেন। তাদের টপকে দেশের পুরস্কার নিজ ঘরেই রাখলেন গ্যাব্রিয়েল। অন্যদিকে প্রথম ও দ্বিতীয় রানারআপ হয়েছেন যথাক্রমে মিস ভেনিজুয়েলা অ্যামান্ডা ডুডামেল ও মিস ডমিনিক্যান রিপাবলিক আন্দ্রেইনা মার্টিনেজ। আগামী এক বছর এ তিন বিজয়ী মিস ইউনিভার্স কর্তৃপক্ষের বিভিন্ন আয়োজনে অংশ নেবেন। এবারের আয়োজনটি সঞ্চালনা করেছেন জেনি মাই ও ২০১২ সালের বিজয়ী অলিভিয়া কালপো। জানা গেছে, আর’বনি গ্যাব্রিয়েলের বয়স ২৮ বছর। তিনি যুক্তরাষ্ট্রের টেক্সাসের সান অ্যান্টনিওতে জন্মগ্রহণ করেছেন। গ্যাব্রিয়েল ২০১৮ সালে ফ্যাশন ডিজাইনের ওপর ডিগ্রি নিয়েছেন।