বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘মায়ার জঞ্জাল’ অবশেষে ভারত ও বাংলাদেশের সিনেমা হলে আসছে। ফেব্রুয়ারিতে দুই বাংলায় এটি একসঙ্গে মুক্তি দেওয়ার প্রস্তুতি নিয়েছেন ছবিটির বাংলাদেশি প্রযোজক জসীম আহমেদ। এর অংশ হিসেবে ১৪ জানুয়ারি ফার্স্ট লুক প্রকাশ হয়েছে। মানিক বন্দ্যোপাধ্যায়ের দুটি ছোটগল্প অবলম্বনে বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত ‘মায়ার জঞ্জাল’ পরিচালনা করেছেন ভারতের ইন্দ্রনীল রায় চৌধুরী। ছবিটির মাধ্যমে অনেক বছর পর বড় পর্দায় দেখা যাবে ঢাকাই অভিনেত্রী অপি করিমকে। ছবিটিতে তার চরিত্রের নাম সোমা। স্বামী ও একমাত্র সন্তানকে নিয়ে তার অসহায় সংসার। স্বামী বেকার।
এ কারণে সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়াতে একটি বাসায় কেয়ারটেকারের চাকরি নেয় সোমা। সোমার স্বামীর ভূমিকায় অভিনয় করেছেন টলিউডের অন্যতম অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। এ ছাড়া আছেন ঢাকার সোহেল মণ্ডল, কলকাতার পরাণ বন্দ্যোপাধ্যায়, ব্রাত্য বসু, চান্দ্রেয়ী ঘোষ, শাওলি চট্টোপাধ্যায় প্রমুখ। ছবিটির মুক্তি উপলক্ষে কলকাতার শিল্পীদের ঢাকায় আসার সম্ভাবনার কথা জানিয়েছেন প্রযোজক জসীম আহমেদ।