‘আরআরআর’ ছবির ডাবল জয় দেখে মুগ্ধ জেমস ক্যামেরন
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিনোদন ডেস্ক
গোল্ডেন গ্লোবসে ইতিহাস গড়ার কয়েকদিনের ব্যবধানে আরও দুটি পুরস্কার জিতল তেলুগু চলচ্চিত্র ‘আরআরআর’। ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডের ২৮তম আসরে সেরা বিদেশি ভাষার ছবি হয়েছে এটি। আর ‘নাটু নাটু’ সেরা মৌলিক গান পুরস্কার পেয়েছে। সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে গোল্ডেন গ্লোব জয়ী ‘আর্জেন্টিনা ১৯৮৫’-কে হটিয়ে ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডস জিতেছে ‘আরআরআর’। পুরস্কারটি নিয়ে পরিচালক এসএস রাজামৌলি তার জীবনের সঙ্গে সম্পৃক্ত নারীদের ধন্যবাদ জানান। তিনি বলেন, আমার মা স্কুলের পাঠ্যসূচিকে গৎবাঁধা মনে করতেন। তাই তিনি আমাকে কমিকস ও গল্পের বই পড়তে উৎসাহ দিতেন।
ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে ‘আরআরআর’ ছবির প্রশংসা করেছেন ‘টাইটানিক’ ও ‘অ্যাভাটার’-এর স্রষ্টা জেমস ক্যামেরন। তিনি দুইবার ছবিটি দেখেছেন ও তার স্ত্রীকেও দেখার জন্য বলেছেন। ‘নাটু নাটু’ গানের সুরকার ও সংগীত পরিচালক এমএম কিরাবানি টুইটারে এসব তথ্য জানান। আমেরিকান-কানাডিয়ান ক্রিটিকস চয়েস অ্যাসোসিয়েশন প্রতিবছর চলচ্চিত্র ও টেলিভিশনের সেরা কাজগুলোকে স্বীকৃতি দিয়ে থাকে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ফেয়ারমন্ট সেঞ্চুরি প্লাজা হোটেলে ১৬ জানুয়ারি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।