‘একেনবাবু’র স্রষ্টা সুজন দাশগুপ্তের নিথর দেহ উদ্ধার
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিনোদন ডেস্ক
প্রয়াত হলেন বিখ্যাত গোয়েন্দা চরিত্র ‘একেনবাবু’র স্রষ্টা সুজন দাশগুপ্ত। কলকাতার ফ্ল্যাট থেকে ১৮ জানুয়ারি সকালে উদ্ধার হয় তার নিথর দেহ। মূলত যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে থাকতেন সুজন। পরিবার সূত্রে জানা গেছে, কিছু মাস ধরে কলকাতায় ছিলেন সুজন। সার্ভে পার্ক থানার অন্তর্গত বহুতল ‘উদিতা’য় তার ফ্ল্যাট রয়েছে। ঘটনাস্থলে এরইমধ্যে পৌঁছেছে পুলিশ। কীভাবে মৃত্যু হলো লেখকের, তা খতিয়ে দেখছেন তারা। পুলিশ সূত্রে জানা গেছে, এদিন সকালে পরিচারিকা এসে সুজন দাশগুপ্তর ফ্ল্যাটে বারবার কড়া নাড়লেও সাড়া দেননি তিনি। এরপরেই ফ্ল্যাটের নিরাপত্তাকর্মীদের ডাকেন পরিচারিকা। কিন্তু ভেতর থেকে কোনো সাড়া না মেলায় খবর দেয়া হয় সার্ভে পার্ক থানায়। পুলিশ এসে দরজা ভেঙে ভেতরে ঢোকে। বাথরুমের সামনের শোয়ার ঘরের মেঝে থেকে উদ্ধার হয় লেখকের নিথর দেহ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
সুজন দাশগুপ্তের মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন পর্দায় ‘একেনবাবু’ চরিত্রে অভিনয় করা অনির্বাণ চক্রবর্তী। শোকে তিনি বাকরুদ্ধ। কী বলবেন কিছুই যেন বুঝছেন না অনির্বাণ। অন্যদিকে ‘একেনবাবু’কে পর্দায় নিয়ে এসেছিলেন সিরিজের পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়।