ঢাকা ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

অস্কারের মনোনয়ন ঘোষণার দায়িত্বে মুসলিম অভিনেতা

অস্কারের মনোনয়ন ঘোষণার দায়িত্বে মুসলিম অভিনেতা

৯৫তম অস্কারের চূড়ান্ত মনোনয়ন তালিকা ঘোষণা করবেন পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ অভিনেতা-প্রযোজক রিজ আহমেদ। তার পাশে থাকবেন আমেরিকান অভিনেত্রী অ্যালিসন উইলিয়ামস। অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস এ তথ্য জানিয়েছে। রিজ আহমেদের বাবা-মা সত্তর দশকে পাকিস্তানের করাচি থেকে ইংল্যান্ডে পাড়ি জমান। ভারতে ব্রিটিশ উপনিবেশে এলাহাবাদ হাইকোর্টের প্রথম মুসলিম প্রধান বিচারপতি শাহ মুহাম্মদ সুলাইমানের বংশধর রিজ আহমেদ। এইচবিওর মিনি সিরিজ ‘দ্য নাইট অব’-এর (২০১৬) মাধ্যমে প্রথম মুসলিম ও দক্ষিণ এশীয় অভিনেতা হিসেবে এমি অ্যাওয়ার্ড পান তিনি। ‘সাউন্ড অব মেটাল’ (২০১৯) ছবিতে বধির ড্রামার চরিত্রে অভিনয়ের জন্য অস্কারে সেরা অভিনেতা বিভাগে মনোনীত হন তিনি।

র‌্যাপার হিসেবেও জনপ্রিয় রিজ আহমেদ। তার দ্বিতীয় স্টুডিও অ্যালবাম ‘দ্য লং গুডবাই’-এর নামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র অস্কার জিতেছে। আনাইল ক্যারিয়ার পরিচালনায় এতে তুলে ধরা হয়েছে যুক্তরাজ্যের দক্ষিণ এশীয় ও ব্রিটিশ এশীয়দের মধ্যে ঐতিহাসিক ও সমকালীন সম্পর্ক।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত