ঢাকা ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

বাফটা মনোনয়নে ১২ ও ২২ বছর পর রেকর্ড গড়ল যে চলচ্চিত্র

বাফটা মনোনয়নে ১২ ও ২২ বছর পর রেকর্ড গড়ল যে চলচ্চিত্র

ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডসের (বাফটা) মনোনয়ন তালিকায় রাজত্ব করল নেটফ্লিক্সে মুক্তিপ্রাপ্ত ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’। জার্মান ভাষার এ চলচ্চিত্র সর্বাধিক ১৪টি মনোনয়ন পেয়েছে। বাফটায় ১২ বছর পর কোনো চলচ্চিত্র এত মনোনয়ন পেল। সবশেষ ২০১১ সালে ‘দ্য কিংস স্পিচ’ ১৪টি বিভাগে মনোনীত হয়। ১৯ জানুয়ারি এবারের মনোনয়ন তালিকা ঘোষণা করেন অভিনেত্রী হেইলি অ্যাটওয়েল ও অভিনেতা টোহিব জিমো। ৪৭তম টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের স্পেশাল প্রেজেন্টেশনে প্রদর্শিত হয় প্রথম বিশ্বযুদ্ধের পটভূমিতে নির্মিত এডওয়ার্ড বারগারের ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’। ১৯২৮ সালে প্রকাশিত জার্মান কথাশিল্পী এরিক মারিয়া রেমার্কের ধ্রুপদী উপন্যাস ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’ অবলম্বনে সাজানো হয়েছে এটি। ১৯৩০ সালে একই উপন্যাসে অনুপ্রাণিত লুইস মাইলস্টোনের ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’ অস্কারে সেরা চলচ্চিত্র হয়। ১৯৭৯ সালে ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’-এর আরেকটি সংস্করণ পরিচালনা করেন ডেলবার্ট মান। বাফটার ইতিহাসে ইংরেজির বাইরে অন্য ভাষার চলচ্চিত্রের মধ্যে ২০০১ সালে ‘ক্রাউচিং টাইগার হিডেন ড্রাগন’ সর্বাধিক ১৪টি মনোনয়ন পেয়েছিল। ২২ বছর পর সেই রেকর্ড স্পর্শ করল ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’। এতে যুদ্ধের নৃশংসতা দেখানো হলেও সমালোচকদের ভূয়সী প্রশংসা কুড়িয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত