শিরোনামটি মোটেই প্রতিবেদকের মন্তব্য নয়। কথাটি সরাসরি বলেছেন দেশের প্রথম সর্বোচ্চ জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মহানগর’ নায়ক মোশাররফ করিম। যিনি ওসি হারুন চরিত্রে এ সিরিজে অভিনয় করে ২০২১ সালে দুই বাংলায় ভেসেছেন প্রশংসায়। মাঝে টানা এক বছর দম নিয়ে ফের নির্মাতা আশফাক নিপুণ পর্দায় হাজির করছেন তুখোড় ওসি হারুনকে। ১৮ জানুয়ারি রাতে রাজধানীর গুলশান ক্লাবের মঞ্চে দাঁড়িয়ে এ সিরিজে কাজ করার অভিজ্ঞতা শেয়ার করেন মোশাররফ করিম। তিনিই শিরোনামের মন্তব্যটি করেন। পাশে নির্মাতা আশফাক নিপুণকে দাঁড় করিয়ে তার ভাষায়, ‘মহানগর’ শুটিং কখনোই আনন্দদায়ক ছিল না। কারণ, এ সিরিজে আর্টিস্ট না নিয়ে বাদুড় নিলেই ভালো হতো। সারারাত জেগে বাদুড়রা কাজ করত। পরে অ্যানিমেল চ্যানেলে বিক্রি করে দিলে, তাতে আর্টিস্ট পেমেন্ট লাগত না। কম খরচে হয়ে যেত।
‘মহানগর’ প্রথম সিজন যারা দেখেছেন তারা এর মধ্যে টের পেয়েছেন মোশাররফ করিম কেন রাতজেগে বাদুড় দিয়ে অভিনয়ের কথা বলেছেন। কারণ, সিরিজটির সিংহভাগ দৃশ্য রাতে ধারণ করা। নির্মাতা জানান, ‘মহানগর ২’-এর শুটিং শেষ।