ঢাকা ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

মালায়ালম সিনেমার ‘খাদক’ সুপার হিরো থমাস

মালায়ালম সিনেমার ‘খাদক’ সুপার হিরো থমাস

হলিউড যেখানে ব্যাটম্যান, সুপারম্যান দিয়ে সারা বিশ্ব মাতিয়ে বেড়াচ্ছে, সেখানে মালায়ালম ইন্ডাস্ট্রির সিনেমায় সুপার হিরোর চরিত্রে ‘টোভিনো থমাস’ শুরু করছেন যাত্রা- এমন ঘোষণার কথা শুনে অনেকেই ধরে নিয়েছিলেন, এ যেন এক ঠাট্টা। এমনটা লিখেছিল ভারতীয় গণমাধ্যমগুলো। পরে ঠিকই ভারতীয় সুপার হিরো হয়ে সফলতা পেয়েছিলেন এ তারকা। ২১ জানুয়ারি ছিল তার জন্মদিন। স্কুলে পড়াশোনার সময় থেকেই তিনি সিনেমার মধ্যে থাকতে চেয়েছিলেন। অভিনেতা হওয়া ছিল তার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন। বাধ্য হয়ে একসময় তাকে ইঞ্জিনিয়ারিং পড়তে হয়। পরে তিনি আইটিতে চাকরি নেন। মনের এককোণে স্বপ্নটা বেঁচে ছিল। ভেবেছিলেন হয়তো আর কখনোই অভিনয়ে ফেরা হবে না। প্রবল স্বপ্নই তাকে মডেলিং, অভিনয়ের জন্য একসময় চাকরি ছাড়তে বাধ্য করে। ২০১২ সালে প্রথম ‘প্রাভুবিন্তে মক্কল’ দিয়ে সিনেমায় নাম লেখান তিনি। পরে দুলকার সালমান অভিনীত ‘থিভরাম’ সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করেন। এসেই দর্শকের মন জয় করতে পারেননি। এ জন্য তিন বছর কাজ করে যেতে হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত