‘পাঠান’ ছবির সঙ্গে বক্স অফিসে লড়বে ‘গান্ধী গডসে : এক যুদ্ধ’
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিনোদন ডেস্ক
গতকাল মুক্তি পায় শাহরুখ খানের ‘পাঠান’। সিনেমাটির জন্য অগ্রিম টিকিট বিক্রিতে রেকর্ড করেছে। ধারণা করা হচ্ছে, ছবিটি প্রথম সপ্তাহেই দুই থেকে তিনশ’ কোটি টাকা আয় করে ফেলবে। প্রায় একই সময় মুক্তি পাচ্ছে আরও একটি ছবি ‘গান্ধী গডসে : এক যুদ্ধ’। পাঠানের ডামাডোলে এ সিনেমার অবস্থা একেবারে কোণঠাসা। অনেকে জানেনও না এর কথা।
নেটিজেনদের অনেকেই বলছেন, পাঠান ঝড়ে উড়ে যাবে সিনেমাটি। গেল বছর ছিল বলিউডের মন্দার বছর। এ সময় কম বাজেটের ভালো গল্পের ছবিগুলোই বক্স অফিসে ভালো ব্যবসা করতে পেরেছে। ‘গান্ধী গডসে : এক যুদ্ধ’ও এমন একটি ছবি। তাই অনেকের ধারণা, এর বিপরীতও হতে পারে। যে যা-ই বলুক, এ ছবি দিয়ে আত্মবিশ্বাসী ৯ বছর পর পরিচালনায় ফেরা পরিচালক রাজকুমার সন্তোষ। ‘পাঠান’ মুক্তির সময় ‘গান্ধী গডসে : এক যুদ্ধ’ মুক্তি দেওয়া পরিচালকের একটি সাহসী সিদ্ধান্ত বলে মনে করছেন নিজেদের একাংশ। এ সময় ছবি মুক্তি প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যমকে রাজকুমার সন্তোষ জানান, এটি ভিন্ন ঘরানার একটি ছবি। আর এ ছবির দর্শকও আলাদা। এটিতে নেই কোনো রোমান্টিকতা। বক্স অফিসে ঐতিহাসিক ড্রামা ‘গান্ধী গডসে : এক যুদ্ধ’ আর অ্যাকশন সিনেমা ‘পাঠান’-এর মধ্যে কোনো সংঘর্ষ হবে না। এ ছবির দর্শকদের মধ্যে ‘পাঠান’ সিনেমার কোনো প্রভাব পড়বে না।