ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

অস্কারেও মনোনয়ন পেল ‘আরআরআর’ ছবির গান

অস্কারেও মনোনয়ন পেল ‘আরআরআর’ ছবির গান

৯৫তম অস্কারের সেরা মৌলিক গান বিভাগে মনোনয়ন পেল তেলেগু ভাষায় নির্মিত ‘আরআরআর’ ছবির ‘নাটু নাটু’। লেডি গাগা ও রিয়ানার মতো হেভিওয়েটদের সঙ্গে লড়বে গানটি। একই বিভাগে মনোনীত হয়েছে এ দুই পপতারকার গান। এর আগে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড ও ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ড জিতেছে ‘নাটু নাটু’। এবার গানটির অস্কারজয়ের ব্যাপারে আশাবাদী দর্শক-শ্রোতা। ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডসে ইংরেজির বাইরে অন্য ভাষার চলচ্চিত্র বিভাগেও পুরস্কার পেয়েছে ‘আরআরআর’। ২০২১ সালে সাড়ে চার মিনিট ব্যাপ্তির গান ‘নাটু নাটু’র চিত্রায়ণ হয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সরকারি বাসভবনের সামনে। এর নৃত্য পরিচালনা করেছেন প্রেম রক্ষিত। এতে ঠোঁট মিলিয়েছেন ও নেচেছেন ভারতের দক্ষিণী তারকা রামচরণ ও জুনিয়র এনটিআর। তাদের নাচ ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ট্রেন্ডে পরিণত হয়। চলচ্চিত্রের গানের জন্য সর্বশেষ ১৪ বছর আগে অস্কার গেছে ভারতে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত