ষাটোর্ধ্ব আধখোঁড়া কানু চরিত্রে শাহেদ আলী

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন প্রতিবেদক

চট্টগ্রাম কাপ্তাই অঞ্চলের বনফুল গেস্ট হাউসের ষাটোর্ধ্ব কেয়ারটেকার কানু। যিনি চার দশক ধরে এ দায়িত্ব পালন করে আসছেন সততার সঙ্গে। যদিও কাপ্তাইজুড়ে তার জীবনে হতাশার গল্পও কম নয়। যে হতাশায় খানিক আলো পড়ল গেস্ট হাউসে আগত রেজা-মিলি দম্পতির মাধ্যমে। এমনই এক প্রেম ও রহস্যময় গল্পে নির্মিত হয়েছে নাটক ‘বনফুল’। এতে কানু চরিত্রে অভিনয় করেছেন ওটিটির একাধিক কনটেন্টে দারুণ প্রশংসিত শাহেদ আলী। গল্পটি মূলত তাকে ঘিরেই, তবে ডালপালা ছড়ায় রেজা-মিলি চরিত্রের ইমতিয়াজ বর্ষণ ও নাজিয়া হক অর্ষার মাধ্যমে। পুরো নাটকটির শুটিং হয় গল্পের সূত্র ধরেই কাপ্তাই এলাকার পাহাড়-হ্রদের শুভ্রতার মাঝে। এটি রচনা ও পরিচালনা করেছেন পঙ্কজ চৌধুরী রনি। শাহেদ আলী বলেন, একটু এক্সপেরিমেন্ট করার চেষ্টা ছিল কাজটিতে। নির্মাতা সবাইকে নিয়ে সততার সঙ্গে গল্পটা বলার চেষ্টা করেছেন। এ ধরনের কাজ ইদানীং আমি করিনি। গল্পের দাবিতে কাপ্তাই অঞ্চলে পুরো শুটিং করেছি। একাগ্রতা নিয়ে সবাই কাজটা করার চেষ্টা করেছি। এমন নিরীক্ষাধর্মী কাজ সচরাচর হয় না।