‘গান্ধী গডসে : এক যুদ্ধ’ ছবির পরিচালককে হত্যার হুমকি

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন ডেস্ক

ছবির গল্প, সংলাপ বা গান- কিছু পছন্দ না হলে বর্জনের ডাক দেওয়া যেন বলিউডে অলিখিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে। এবার একই সমস্যার মুখোমুখি পরিচালক রাজকুমার সন্তোষী। ২৬ জানুয়ারি ভারতে মুক্তি পায় তার ছবি ‘গান্ধী গডসে : এক যুদ্ধ’। ট্রেলার প্রকাশের পর থেকেই বিতর্কে ছবিটি। এবার ছবির জন্য হত্যার হুমকি পেলেন পরিচালক। হুমকি পেয়ে গত সোমবার পরিচালক রাজকুমার দ্বারস্থ হন পুলিশের; পরিবারের জন্য অতিরিক্ত নিরাপত্তা চেয়ে আবেদন করেন। তিনি জানান, ছবির প্রচার অনুষ্ঠানে ছবির মুক্তি আটকাতে তাকে বারবার ফোন করে হুমকি দেওয়া হয়েছিল। শুধু পরিচালককে নয়, অজ্ঞাত এ ফোনকলে তার পরিবারকেও হত্যার হুমকি দেওয়া হয়েছিল। বহিরাগতদের হামলায় প- হয় ছবির প্রচার অনুষ্ঠানও।

মোহনদাস করমচাঁদ গান্ধীকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছিলেন নাথুরাম গডসে। কিন্তু ছবিতে দেখানো হয়েছে, এ হামলায় বেঁচে যান গান্ধী। এর পর শুরু হয় নাথুরাম গডসের সঙ্গে গান্ধীর ‘মতাদর্শ’-এর লড়াই। ছবির ট্রেলারে এ ঘটনা তুলে ধরার পর থেকেই বিতর্কে ছবিটি। ইতিহাস বিকৃতিসহ বিভিন্ন অভিযোগ ওঠে। ছবিটি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিল গান্ধীর পরিবারও।