ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

অ্যাভাটারের রেকর্ড

অ্যাভাটারের রেকর্ড

১৩ বছরের অপেক্ষা শেষে গত ১৬ ডিসেম্বর মুক্তি পায় ‘অ্যাভাটার’-এর সিক্যুয়েল ‘অ্যাভাটার : দ্য ওয়ে অব ওয়াটার’। দর্শকদের আগ্রহের সিনেমাটি এখন বিশ্বজুড়ে বক্স অফিস রাজত্ব করছে। গড়ছে একের পর এক রেকর্ড। সম্প্রতি নতুন রেকর্ড গড়ল সিনেমাটি। প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, দুই বিলিয়ন ডলার আয়ের রেকর্ড গড়েছে ‘অ্যাভাটার : দ্য ওয়ে অব ওয়াটার’। এ রেকর্ডে সিনেমাটিকে জায়গা করে দিয়েছে বিশ্বের সেরা আয় করা সিনেমার তালিকায় ৬ নম্বরে। করোনা-পরবর্তী সময় ‘অ্যাভাটার’ একমাত্র ছবি, যেটা দুই বিলিয়ন ডলার আয়ের রেকর্ড গড়তে পেরেছে।

অ্যাভাটার মাত্র ৬ সপ্তাহের মধ্যে এ রেকর্ড করেছে। বিলিয়ন আয় দেখা বছরের প্রথম ছবি। ‘অ্যাভাটার’ এর আয়ের ১ দশমিক ৪ বিলিয়ন এসেছে আন্তর্জাতিক বাজার থেকে। ছয় সপ্তাহ ধরে ‘অ্যাভাটার’ টানা বক্স অফিসের শীর্ষে রয়েছে। ২ বিলিয়ন ডলারে উপরে আয় করা ৬ সিনেমার মধ্যে তিনটাই জেমস ক্যামেরন পরিচালিত।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত