বাচসাসের নামে রাজু-রিমন পরিষদের কার্যক্রমে নিষেধাজ্ঞা

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন প্রতিবেদক

বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) তথাকথিত নির্বাহী কমিটি রাজু আলীমণ্ডরিমন মাহফুজ পরিষদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। ১৫ মে পর্যন্ত এ নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে। উল্লিখিত সময়ে রাজু-রিমন পরিষদ বাচসাসের নামে কোনো কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে না। করলেও সেটি সুস্পষ্ট আদালত অবমাননা বলে গণ্য হবে। ২৯ জানুয়ারি এ নির্দেশনা দেন আদালত। বিষয়টি নিশ্চিত করেন সংগঠনটির সভাপতি ফাল্গুনী হামিদ। এর আগে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে গত ১৪ আগস্ট ২০২২ তারিখে বাচসাসের ২০২২-২৪ মেয়াদে সভাপতি পদে ফাল্গুনী হামিদ ও সাধারণ সম্পাদক পদে শপথ চৌধুরীর নেতৃত্বে ২১ জনের একটি পরিষদ নির্বাচিত হয়। এরপর অগঠনতান্ত্রিক এডহক কমিটি ও অবৈধ নির্বাচন কমিশন কর্তৃক নির্বাচনের মাধ্যমে রাজু আলীমকে সভাপতি ও রিমন মাহফুজকে সাধারণ সম্পাদক ঘোষণা দিয়ে একটি কমিটি গঠন করা হয়। এর পর তারা বাচসাসের ব্যানারে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতে থাকে। মূলত এসব কার্যক্রম বন্ধের জন্যই আদালত নিষেধাজ্ঞা জারি করেছেন।