ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

রটারড্যাম ফিল্ম ফেস্টিভ্যাল

‘ষ’ দেখে উচ্ছ্বসিত দর্শক

‘ষ’ দেখে উচ্ছ্বসিত দর্শক

বাংলা ভাষার কনটেন্ট নিয়ে চারদিকে যেন হইচই অবস্থা। এই প্রথমবারের মতো বাংলাদেশের কোনো ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্ট রটারড্যাম ফিল্ম ফেস্টভ্যাল ২০২৩-এ অফিসিয়াল সিলেকশন পেয়েছে, যা দেশের জন্য যুগান্তকারী, গৌরবের ও বিরাট সম্মানের বটে। বলছি, নুহাশ হুমায়ূন পরিচালিত চরকি অরিজিনাল অ্যান্থোলজি সিরিজ পেট কাটা ‘ষ’-এর কথা। বিশ্বের মর্যাদাপূর্ণ রটারড্যাম ফিল্ম ফেস্টিভ্যালে অফিসিয়াল সিলেকশন পেয়েছে কনটেন্টটি। পেট কাটা ‘ষ’ সিরিজের ১১০ মিনিটের সিনেমা ভার্সনের আর্ন্তজাতিক প্রিমিয়ার হয়েছে এ চলচ্চিত্র উৎসবে। ফেব্রুয়ারির ১ তারিখ রটারড্যামের স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে সিনেরামা হলে হয়েছে ‘ষ’-এর প্রথম শো। হেলেন ওয়েস্টরিকের সঞ্চলনায় হলভর্তি দর্শকের মধ্যে পরিচালক নুহাশ ও প্রযোজক রেদওয়ান রনিকে পরিচয় করিয়ে দেওয়া হয় প্রাথমিক পর্বে। সিনেমা শেষে দর্শকের প্রশ্ন-উত্তর পর্বে অংশ নেন পরিচালক নুহাশ হুমায়ূন। সিনেমা দেখে দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেছে সব দর্শক। পরিচালকের কাছে তাদের ভালোলাগার কথাও ব্যক্ত করে। ‘ষ’-এর স্ক্রিনিং শেষে সঞ্চালক হেলেন ওয়েস্টরিক স্মারকস্বরূপ ‘টাইগার’ রটারড্যামের লোগো (আদতে যা চকলেট) নুহাশের হাতে তুলে দেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত