কিংবদন্তি তেলেগু নির্মাতা কে বিশ্বনাথ মারা গেছেন। গত বৃহস্পতিবার হায়দরাবাদের একটি বেসরকারি হাসপাতালে ৯২ বছর বয়সি এ নির্মাতার মৃত্যু হয়। অনেক দিন ধরেই বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি। খবর হিন্দুস্তান টাইমস। বিশ্বনাথ কেবল নির্মাতাই ছিলেন না, ছিলেন অভিনেতা ও চিত্রনাট্যকার। তাকে তেলেগু ইন্ডাস্ট্রির সবচেয়ে রাজনৈতিক সচেতন নির্মাতা বলে মনে করা হয়। বিশ্বনাথ সেই হাতে গোনা নির্মাতাদের একজন, যারা শৈল্পিক ও বাণিজ্যিক সিনেমার সফল মিশ্রণ ঘটাতে পেরেছেন। ছয় দশকের ক্যারিয়ারে নানা ঘরানার ৫৩টি সিনেমা বানিয়েছেন বিশ্বনাথ। নিজের ছবিতে জাত, বর্ণ, লিঙ্গবৈষম্যের কথা তুলে এনেছেন। চলচ্চিত্রে অবদানের জন্য পদ্মশ্রী, দাদাসাহেব ফালকেসহ বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি। এ ছাড়া পাঁচবার
জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন, সাতবার পেয়েছেন রাজ্য সরকারের নান্দি অ্যাওয়ার্ড।