প্রত্যাখ্যানকে হাসিমুখে মেনে নিতে শিখেছেন আলায়া এফ

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন ডেস্ক

বলিউডের দাপুটে অভিনেতা কবির বেদি তার নানা, মা অভিনেত্রী পূজা বেদি। তারপরও ভাগ্যদেবী আলায়া এফের প্রতি খুব একটা সদয় নন। একটু একটু করে বিটাউনে জায়গা করে নিচ্ছেন আলায়া। এক সাক্ষাৎকারে বলিউডে বহুল চর্চিত স্বজনপোষণের কথায় একটু হেসে আলায়া বলেন, আমার নানা বা মা, কেউই প্রযোজককে ফোন করে কখনও আমাকে নেয়ার কথা বলেননি। তবে এ কথা অবশ্যই স্বীকার করব-ফিল্মি পরিবারের মেয়ে হওয়ার সুবাদে পরিচালক বা প্রযোজকদের সঙ্গে সহজে দেখা করার সুযোগ পেতাম। অডিশন দিতাম; কিন্তু ডাক পেতাম না। তাই স্বজনপোষণ এখানে মোটেও কাজে আসেনি। বারবার ছবি থেকে বাদ পড়াতে ক্রমে আমার নিজের ওপর আস্থা হারিয়ে যাচ্ছিল। সবাই আমার অভিনয়ের প্রশংসা করতেন, কিন্তু কেউ সুযোগ দিতেন না। মনে হতো, আমি অভিনেত্রী হওয়ার যোগ্য নই। অণুরাগ (কশ্যপ) স্যারের ছবিতে সুযোগ পাওয়ার পর নিজের ওপর ভরসা জন্মায়। মনে হয়েছিল যে আমার মধ্যে নিশ্চয় কিছু আছে, তাই স্যার আমাকে সুযোগ দিয়েছেন। এর পর থেকে প্রত্যাখ্যানকে হাসিমুখে মেনে নিতে শিখেছি। আগে কারোর তোয়াক্কা করতাম না। আমাকে বাদ দেয়া মানে তাদেরই (প্রযোজকদের) ক্ষতি বলে আমার মনে হয়েছে (সশব্দ হেসে)। এ ছবিতে তিনটি চরিত্রে অভিনয় করে চমকে দিয়েছেন তিনি। গত শুক্রবার মুক্তির পর ‘অলমোস্ট প্যায়ার উইথ ডিজে মহব্বত’-এ অভিনয়ের জন্য প্রশংসা পাচ্ছেন আলায়া।