বই আকারে ‘শিরোনামহীন’র গানের অ্যালবাম
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিনোদন প্রতিবেদক
বইমেলায় মূলত নতুন নতুন বই প্রকাশিত হয়, বিক্রি হয়। তবে এবার একটি ভিন্ন ঘটনার জন্ম দিচ্ছে শ্রোতাপ্রিয় ব্যান্ড ‘শিরোনামহীন’। তাদের নতুন অ্যালবাম প্রকাশ হচ্ছে বইমেলায়। অ্যালবামটির নাম ‘দ্য অনলি হেডলাইনার’। এটি ‘শিরোনামহীন’র সপ্তম অ্যালবাম। যা সাজানো হয়েছে ২০টি লাইভ পারফরম্যান্সসহ মোট ২২টি কনটেন্ট দিয়ে। ১৫ ফেব্রুয়ারি শিখা প্রকাশনীর স্টলে এর মোড়ক উন্মোচন করা হবে। চমকপ্রদ ব্যাপার হলো, এ অ্যালবাম প্রকাশ হচ্ছে বই আকারে। এর পাতায় পাতায় থাকছে গান, গানের কথা এবং তার পেছনের গল্পগুলো। এ ছাড়া ইউটিউব লিংকের কিউআর কোড থাকছে, যা স্ক্যান করলেই শ্রোতারা অ্যালবামের গানগুলো পেয়ে যাবেন। ঘরে বসেও রকমারি ডটকমের মাধ্যমে অ্যালবামটি সংগ্রহ করা যাবে। ব্যতিক্রমী এ প্রজেক্ট নিয়ে ব্যান্ডটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বলেন, শিরোনামহীন পরিশ্রমী ব্যান্ড। আমরা আশ্বাসবাণী ও বিভ্রান্তিকর কথায় নয়, কাজে বিশ্বাসী। ‘শিরোনামহীন’ দিকনির্দেশনা দিতে পারল যে লক্ষ্যের প্রতি অটল বিশ্বাস ও সততা থাকলে কীভাবে শত সংকট, বাধাবিপত্তি, সীমাবদ্ধতা ও প্ররোচনা পেরিয়ে অর্জন প্রতিষ্ঠিত হয়।