ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সর্বকালের সেরা বলিউড ছবির পথে ‘পাঠান’

সর্বকালের সেরা বলিউড ছবির পথে ‘পাঠান’

সাফল্যের রথ শক্ত হাতে ধরে রেখেছে শাহরুখ খান অভিনীত নতুন ছবি ‘পাঠান’। মুক্তির প্রায় দুই সপ্তাহ পেরিয়ে এখনও বক্স অফিসে চুটিয়ে ব্যবসা করছে এটি। এরই মধ্যে ছবিটি প্রবেশ করেছে ৭০০ কোটি রুপির ক্লাবে। ১০ দিনে এর বিশ্বব্যাপী মোট আয় ছিল ৭২৫ কোটি রুপি। শুধু ভারতেই ‘পাঠান’ আয় করেছে ৩৬৪ কোটি ৫০ লাখ রুপি। বলিউডের বাণিজ্য বিশ্লেষক তরন আদর্শ জানান, দুই-তিন দিনের মধ্যেই ছবিটি দেশের বাজারে ৪০০ কোটির মাইলফলক স্পর্শ করবে। বলিউডের ইতিহাসে এ পর্যন্ত সর্বোচ্চ আয়কারী সিনেমা ‘দঙ্গল’। ভারত থেকে ছবিটি আয় করেছিল ৩৮৭ কোটি ৩৮ লাখ রুপি। ফলে আর মাত্র ২২ কোটি ৮০ লাখ রুপি আয় করলেই সেই রেকর্ড ভেঙে মুম্বাই ইন্ডাস্ট্রির সর্বকালের সেরা হবে ‘পাঠান’। তবে ‘দঙ্গল’কে ছাড়িয়ে বলিউডের শীর্ষে উঠলেও ভারতীয় ছবির হিসেবে এটি থাকবে তৃতীয় স্থানে। কারণ ৫১০ কোটি ৯৯ লাখ রুপি আয় করে এক নম্বর জায়গাটি ধরে রেখেছে ‘বাহুবলী-২’-এর হিন্দি ভার্সন। এরপর দ্বিতীয় স্থানে রয়েছে ‘কেজিএফ : চ্যাপ্টার-২’; এ ছবির হিন্দি ভার্সনের আয় ৪৩৪ কোটি ৭০ লাখ রুপি। এ সপ্তাহের মধ্যেই ছবিটি বিশ্বব্যাপী আয়ে ১ হাজার কোটির ক্লাবে প্রবেশ করে ফেলবে। সেই সঙ্গে ‘বাহুবলী-২’ ও ‘কেজিএফ : চ্যাপ্টার ২’কেও ছাড়িয়ে যেতে পারে। ‘পাঠান’ এখন শাহরুখের ক্যারিয়ারের সর্বোচ্চ আয়কারী ছবি। এর আগে তার সবচেয়ে সফল ছবিটি ছিল ‘চেন্নাই এক্সপ্রেস’। বিশ্বব্যাপী ওই ছবির আয় ৪২৩ কোটি রুপি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত