গ্র্যামি অ্যাওয়ার্ড বিশ্বের সব সংগীতশিল্পীর কাছেই কাঙ্ক্ষিত ও সবচেয়ে মর্যাদাসম্পন্ন। যুক্তরাষ্ট্রের লসঅ্যাঞ্জেলসের ক্রিপ্টো ডটকম এরেনায় ৫ ফেব্রুয়ারি বসেছিল এর ৬৫তম আসর। এবার বেশ কয়েকটি রেকর্ড সৃষ্টি হয়েছে। একইসঙ্গে ছিল স্মরণীয় কিছু মুহূর্ত। এমি, গ্র্যামি, অস্কার ও টনি অ্যাওয়ার্ড (ইজিওটি) জয়ীদের অভিজাত ক্লাবে যুক্ত হলেন আমেরিকান তারকা ভায়োলা ডেভিস। ৬৫তম গ্র্যামিতে বেস্ট অডিও বুক, ন্যারেশন অ্যান্ড স্টোরিটেলিং রেকর্ডিং পুরস্কার জিতেছে তার আত্মজীবনী ‘ফাইন্ডিং মি’। ৫৭ বছর বয়সি এ তারকা বলেন, ছয় বছর বয়সি ভায়োলাকে সম্মান জানাতে বইটি লিখেছি। তার জীবন, আনন্দ, কষ্টসহ সবকিছু তুলে ধরেছি।
২০১৭ সালে ‘পেফন্সেস’ চলচ্চিত্রে অভিনয়ের সুবাদে অস্কারে সেরা পার্শ্ব অভিনেত্রী পুরস্কার জেতেন ভায়োলা ডেভিস। এবিসি চ্যানেলের ‘হাউ টু গেট অ্যাওয়ে উইথ মার্ডার’ টিভি সিরিজের জন্য ২০১৫ সালে এমি অ্যাওয়ার্ড পান তিনি। এ ছাড়া ‘কিং হেডলি টু’ (২০০১) এবং ‘ফেন্সেস’ (২০১০) নাটকের সুবাদে দুইবার টনি অ্যাওয়ার্ড উঠেছে তার হাতে। এমি, গ্র্যামি, অস্কার ও টনি পুরস্কার জিতেছেন আরও ১৭ জন। তারা হলেন অড্রে হেপবার্ন, হুপি গোল্ডবার্গ, জন লিজেন্ড, জেনিফার হাডসন, অ্যান্ড্রু লয়েড ওয়েবার, রিটা মোরেনো, স্যার জন গিলগুড, রবার্ট লোপেজ, রিচার্ড রজার্স, হেলেন হেইস, মারভিন হ্যামলিশ, জনাথন টুনিক, মেল ব্রুকস, মাইক নিকোলস, স্কট রুডিন, টিম রাইস এবং অ্যালান মেনকেন। ভায়োলা ডেভিস তৃতীয় কৃষ্ণাঙ্গ নারী যিনি এই কীর্তি গড়েছেন। গ্র্যামি অ্যাওয়ার্ডসের ইতিহাসে সবচেয়ে বেশি ৩২টি পুরস্কার জয়ের রেকর্ড গড়েছেন আমেরিকান পপতারকা বিয়ন্সে।