যুক্তরাষ্ট্রের ২২ শহরে ‘মেইড ইন চিটাগং’

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন প্রতিবেদক

চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় নির্মিত সিনেমা ‘মেইড ইন চিটাগং’। চট্টগ্রামের প্রেক্ষাগৃহ দিয়েই এর পর্দাজীবন শুরু হয়। এর পর অবশ্য ঢাকাসহ আরও একাধিক জেলায় মুক্তি পায় ছবিটি। এবার দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশ মাতানোর পালা। যুক্তরাষ্ট্রের ২২টি শহরের ৫১টি সিনেমা হলে ১০ ফেব্রুয়ারি মুক্তি পায় ‘মেইড ইন চিটাগং’। ৬ ফেব্রুয়ারি একটি সংবাদ সম্মেলন করে খবরটি নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা। আন্তর্জাতিক অঙ্গনে এর পরিবেশনা করছে বায়স্কোপ ফিল্মস। প্রতিষ্ঠানটি জানায়, যুক্তরাষ্ট্রের অন্যতম মাল্টিপ্লেক্স চেইন ‘জ্যামাইকা মাল্টিপ্লেক্স সিনেমা’য় সপ্তাহে ২৮টি শো চলবে। এর পর দ্বিতীয় সপ্তাহে হল সংখ্যা আরও বাড়বে। এ বিষয়ে বায়োস্কোপ ফিল্মসের কর্ণধার রাজ হামিদ বলেন, কোভিড এবং তার পরবর্তী সময়ে আমরা খুব দুশ্চিন্তাময় একটি সময় কাটিয়েছি। আমার মনে হয়, এখন সবার একটু হালকা হওয়া উচিত, একটু হাসা উচিত। ‘মেইড ইন চিটাগং’ সিনেমাটি সেই সুযোগ করে দেবে। এটি পরিবারের সবাইকে নিয়ে হেসে আনন্দে দেখার মতো একটি সিনেমা।