গ্র্যামি জয়ে ইতিহাস গড়লেন বিয়ন্সে
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিনোদন ডেস্ক
এটা অবিশ্বাস্য ঘটনা, যা ৬ ফেব্রুয়ারি সকালে পৃথিবীকে আরেকবার অবাক করে বিশ্বাস করালেন, এমনটা হতেই পারে! এদিন সকালে বিয়ন্সে নোলস জিতে নিলেন আরও চারটি গ্র্যামি অ্যাওয়ার্ড। সঙ্গে গড়লেন নতুন ইতিহাস। যার মাধ্যমে সবচেয়ে বেশি গ্র্যামিজয়ী হিসেবে ইতিহাসে নাম লেখালেন এ মার্কিন গায়িকাণ্ডঅভিনেত্রী। এ নিয়ে ক্যারিয়ারে মোট ৩২টি গ্র্যামি জিতলেন এ তারকা। এর আগে প্রয়াত সংগীত পরিচালক জর্জ সলতি ৩১ বার গ্র্যামি পুরস্কার পাওয়ার সুবাদে প্রায় দুই দশক ধরে রেকর্ডটি নিজের দখলে রেখেছিলেন। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশ সময় সোমবার ভোরে বসে গ্র্যামি অ্যাওয়ার্ডের ৬৫তম আসর। এবারের আসরের শুরুতেই সেরা ড্যান্স রেকর্ডিং ও সেরা আর অ্যান্ড বি পারফরম্যান্স ক্যাটাগরিতে দুটি গ্র্যামি জিতে নেন বিয়ন্সে নোলস। এতে তার গ্র্যামির সংখ্যা দাঁড়ায় ৩০-এ। এরপর সেরা আর অ্যান্ড বি গান ও সেরা ড্যান্স/ইলেক্ট্রনিক অ্যালবাম ক্যাটাগরিতে আরও দুটি গ্র্যামি জিতে গড়েন নতুন ইতিহাস। ৩১টি গ্র্যামি জিতে ইতিহাসে সবচেয়ে বেশি গ্র্যামি জয়ের রেকর্ডটি এতদিন নিজের দখলে রেখেছিলেন হাঙ্গেরিয়ান-ব্রিটিশ যন্ত্রসংগীত পরিচালনাকারী জর্জ সলতি। ২০ বছরের বেশি সময় ধরে টিকে থাকা রেকর্ডটি গ্র্যামি অ্যাওয়ার্ডের ৬৫তম আসরে ভেঙে দিলেন বিয়ন্সে।