ঢাকা ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

‘উনিশ২০’ নিয়ে চরকিতে শুভ-বিন্দু

‘উনিশ২০’ নিয়ে চরকিতে শুভ-বিন্দু

দুই মেরুর দু’জন মানুষ। একজন অন্যজনের থেকে একদম বিপরীত। উনিশ-বিশ নয়; তারা যেন উনিশ-ঊনচল্লিশ। যখন তারা সম্পর্কের বাঁধনে বাধা পড়ে, যখন এক ছাদের নিচে আসে- তখন কী হয়? অমিলটাই যেন তাদের মিল! আর বিচ্ছেদটাই যেন তাদের প্রেমের জন্মগাথা! এই ফাল্গুনে মিজানুর রহমান এনেছে চরকি অরিজিনাল সিনেমা ‘উনিশ২০’। সম্পর্ক নয়, কিছু প্রেম বিচ্ছেদে জন্মায়- এ ট্যাগলাইন নিয়ে ১৩ ফেব্রুয়ারি রাতে মুক্তি পায় সিনেমাটি।

দীর্ঘ কয়েক বছর পর এ সিনেমার মধ্য দিয়ে জুটি বেঁধেছেন আরিফিন শুভ ও আফসান আরা বিন্দু। প্রথম থেকেই দর্শকদের আগ্রহের কেন্দ্রে রয়েছে সিনেমাটি।

ফিল গুড লাভ স্টোরি/ফিল গুড রোম্যান্স ঘরানার ৯০ মিনিটের এ সিনেমায় থাকবে তিনটি গান। এরই মধ্যে সিঁথি ও সাকিবের গাওয়া ‘পাখি পাখি মন’ দর্শকনন্দিত।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত