আইনি জটিলতায় পড়েছেন কানাডিয়ান সংগীত তারকা জাস্টিন বিবার। তার বিরুদ্ধে দায়ের করা হয়েছে মামলা। এতে তার বিরুদ্ধে ‘গুলি চালানোর ঘটনায়’ সংশ্লিষ্টতার অভিযোগ তোলা হয়েছে। গত বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে সুপার বোল এলভিআই খেলা শেষের পার্টিতে গুলি চালায় কিছু অজ্ঞাত ব্যক্তি। এতে মোট তিন ব্যক্তি আহত হয়েছিলেন। এর মধ্যে মার্ক শেফার ও অ্যাডাম রহমান নামের দু’জন মিলে জাস্টিন বিবারসহ কয়েকজনের নামে মামলাটি করেছেন। অদ্ভুত ব্যাপার হলো, মামলায় অভিযুক্তের তালিকায় রাখা হয়েছে মার্কিন র্যাপার কোডাক ব্ল্যাককেও। যিনি নিজেই সেই গুলিতে আহত হয়েছিলেন! শুধু তাই নয়, ক্ষতিপূরণ চেয়ে দায়ের করা এ মামলায় অভিযুক্ত করা হয়েছে লস অ্যাঞ্জেলেস শহর, পশ্চিম হলিউড শহর ও লস অ্যাঞ্জেলেস কাউন্টিকেও।