এক যুগ পেছনে ফিরে তাকালে যে কয়জন সংগীতশিল্পীর রমরমা অবস্থার চিত্র চোখে ভাসে, তাদেরই একজন বালাম। একের পর এক গানে তারুণ্যকে মাতিয়েছেন তিনি। তৈরি হয়েছিল তার নিজস্ব ভক্তশ্রেণি। কিন্তু মাঝে অনেক দিন তাকে পাওয়া যায়নি গান প্রকাশের মিছিলে। তাই ভক্তদের মনে আক্ষেপ জন্ম নেয়, তবে কি গান থেকে দূরেই সরে গেলেন বালাম! না, নীরবতার এই সময়ে মূলত দম নিচ্ছিলেন তিনি। এবার পুরোদমে ফেরার পালা। ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসেই উন্মুক্ত হয় তার নতুন গান, চিত্রসমেত। বালাম জানালেন, গানটির শিরোনাম ‘চুপচাপ চারদিক’। এর কথার পাশাপাশি সুর-সংগীতও সাজিয়েছেন বালাম। গানের চিত্রে নিজের সঙ্গে মডেল হিসেবে নিয়েছেন স্ত্রী সাগুফতা ফারুক সাদিয়াকে। চিত্রায়ণে রায়হান ফিরোজ নাজিম। গানটি তৈরির প্রেক্ষাপট জানিয়ে বালাম বলেন, এ গানটি প্রায় এক বছর আগে সুর করে রেখেছি। সম্প্রতি মনে হলো, ভালোবাসা দিবসে একটা গান করা যায়। তখনই এটি চোখে পড়ল। সুরটা শুনে আমি নিজেও আবেগী হয়ে পড়ি। মনে হলো, এটিই ভালোবাসা দিবসের জন্য পারফেক্ট হবে। তাই গানটি করে ফেলা। আর এখন যেহেতু ভিডিওর খুব চাহিদা, তাই সঙ্গে একটা ভিডিও করে ফেললাম। বিরতির প্রসঙ্গে বালামের ভাষ্য, আসলে সব শিল্পীই মাঝেমধ্যে বিরতিতে যায়। আমি একসময় টানা গান করেছি। এর মাঝে বড় গ্যাপ হয়ে গেছে। তবে আমি কিন্তু গান করে গেছি। এমন নয় যে, গান ছেড়ে অন্য কিছু করেছি। গান নিয়মিতই করে যাচ্ছি। তবে কীভাবে প্রকাশ করব, সেটা নিয়ে দ্বিধায় ছিলাম। সোশ্যাল মিডিয়ার কারণে সবার মধ্যে অস্থিরতা চলে এসেছে। দেখা যাচ্ছে একদিন গান প্রকাশের পর দিনই আরেকটা জিনিস চলে আসছে। তো এ হুলস্থুল অবস্থার মধ্যে একটু লম্বা বিরতিই নিয়েছি আমি। তবে গান থেকে সরে যাইনি।