কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি) আয়োজিত কিউকম-সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড ২০২১-এ চরকি ছয়টি পুরস্কার জিতেছে। ১৭ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে বসেছিল এ অ্যাওয়ার্ড শোয়ের ২১তম আসর। ওটিটি বিভাগের ৯টি ক্যাটাগরিতে ১৬টি নমিনেশন ছিল চরকির। সেখান থেকে ছয়টি পুরস্কার উঠল চরকির ঝুলিতে। সেরা ওটিটির খেতাব পেয়েছে চরকি। এ বিভাগে চরকির সঙ্গে মনোনয়ন পেয়েছিল পার্শ্ববর্তী দেশ ভারতের দুটি ওটিটি প্ল্যাটফর্ম হইচই ও জি৫। সেই সঙ্গে সেরা ওয়েবফিল্ম হয়েছে চরকি অরিজিনাল ফিল্ম ‘মুন্সিগিরি’ ও সেরা ওয়েব সিরিজ হয়েছে ‘ঊনলৌকিক’। আর এ সিরিজের জন্য সেরা অভিনেতা (পুরুষ) হয়েছেন ইন্তেখাব দিনার। খাঁচার ভেতর অচিন পাখি সিনেমার জন্য তমা মির্জা পেয়েছেন সেরা অভিনেত্রীর খেতাব। ওয়েবফিল্মের সেরা পরিচালক সম্মাননা পেয়েছেন চরকি অরিজিনাল ফিল্ম ‘নেটওয়ার্কের বাইরে’ খ্যাত নির্মাতা মিজানুর রহমান আরিয়ান।
বরাবরের মতো আজীবন সম্মাননা পুরস্কার, বিশেষ পুরস্কারসহ চলচ্চিত্র, টেলিভিশন, সংগীত ও ডিজিটাল মিডিয়া ক্যাটাগরিতে বছর সেরা পারফরম্যান্সের ভিত্তিতে এ সম্মাননা প্রদান করা হয়।