ঢাকা ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

২১ প্রেক্ষাগৃহে মাহির ‘বুবুজান’

২১ প্রেক্ষাগৃহে মাহির ‘বুবুজান’

সিনেমার পথ থেকে রাজনীতির পথে পা বাড়িয়েছেন নায়িকা মাহিয়া মাহি। গত কয়েক মাস ধরে নিয়মিত রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় দেখা যাচ্ছে তাকে।

পেয়েছেন ‘বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট’-এ পদও। এর পর চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপনির্বাচনে অংশ নেওয়ার জন্য কিনেছিলেন আওয়ামী লীগের মনোনয়নপত্র।

কিন্তু দল থেকে অনুমতি পাননি। তাই এমপি হওয়ার স্বপ্ন আপাতত অধরা থেকে গেছে তার। রাজনৈতিক ব্যস্ততার ফাঁকে প্রেক্ষাগৃহেও হাজির মাহিয়া মাহি। ১৭ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা ‘বুবুজান’। দেশের ২১টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এটি। যদিও সিনেমার প্রচারে প্রায় নীরব ভূমিকায় মাহি। রাজনীতির মাঠে যে সক্রিয় বিচরণ, সে তুলনায় সিনেমায় এখন তিনি অতিথি পাখির মতো!

নতুন কোনো সিনেমার শুটিংয়ে যেমন নেই, তেমনি মুক্তি পাওয়া সিনেমা নিয়েও তার আবেগ-উচ্ছ্বাসের বালাই নেই।

নারী নির্যাতনের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘বুবুজান’ ছবির গল্প সাজিয়েছেন শামীম আহমেদ রনি। ছবিটি নির্মাণও করেছেন তিনি। প্রযোজনায় শাপলা মিডিয়া।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত