ঢাকা ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

২০ বছরে চিরকুট

‘টিএসসি টু ম্যাডিসন স্কয়ার গার্ডেন’ কনসার্ট

‘টিএসসি টু ম্যাডিসন স্কয়ার গার্ডেন’ কনসার্ট

আন্তর্জাতিক ও দেশীয় অঙ্গনে বর্তমানে দেশের জনপ্রিয় ব্যান্ড চিরকুট বাংলা গানের গৌরবে অতিক্রম করেছে সুদীর্ঘ ২০ বছর। এ বিশেষ মুহূর্ত উদযাপিত হতে যাচ্ছে চিরকুটের সূতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই। আজ সন্ধ্যা ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়াম মাঠে (সেন্ট্রাল ফিল্ড) আয়োজিত হতে যাচ্ছে ‘টিএসসি টু ম্যাডিসন স্কয়ার গার্ডেন’ শিরোনামের এ কনসার্ট। চিরকুটের সঙ্গে এ কনসার্টে অতিথি হিসেবে পারফর্ম করবে ক্রিপটিক ফেইট, অ্যাশেজ, বাংলা ফাইভ, কাঁকতাল ও বাঙ্গু বিবি। সেই সঙ্গে পারফর্ম করবে ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটির দুর্গ, কোলসø ও ইনট্রয়েড। বিশেষ অতিথি হিসেবে থাকছেন ব্যান্ড সংগীতের জীবন্ত কিংবদন্তি মাকসুদুল হক (ঢাকা), ফোয়াদ নাসের বাবু (ফিডব্যাক), নকীব খান (রেনেসাঁ), মাইলস ও অভিনেত্রী জয়া আহসান। সংগীতের এ মহোৎসবে থাকছে আরও নানান আয়োজন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে যাত্রা শুরু করে ২০ বছরে চিরকুট অর্জন করেছে অভূতপূর্ব সাফল্য, বাংলা গানকে সগৌরবে পৌঁছে দিয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। ‘টিএসসি টু ম্যাডিসন স্কয়ার গার্ডেন’ শিরোনামের এ কনসার্টের টিকিট ৫০০ টাকা। কনসার্টটি আয়োজন করছে সল্ট ক্রিয়েটিভস।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত