ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

অন্ধকারে আলো জ্বালানোর গল্প

অন্ধকারে আলো জ্বালানোর গল্প

অক্ষর ও স্বাক্ষর যমজ ভাই। ‘বাংলার ভবিষ্যৎ’ নামে একটি স্কুলের ছাত্র তারা। সহপাঠী অচিন্ত, হিমাদ্রী, পিটারদের সঙ্গে দারুণ বন্ধুত্ব গড়ে উঠেছে। ভিন্ন ভিন্ন ধর্মের হলেও তাদের মধ্যে চমৎকার সৌহার্দ্য, সম্প্রীতি রয়েছে। সবার ধর্মীয় উৎসবে প্রদীপ প্রজ্বালনের বিষয়টি দেখে স্বাক্ষরের মধ্যে একটা উপলব্ধি হয়, সব ধর্ম অন্ধকার দূর করে আলোর পৃথিবী গড়তে চায়। এ আলো তার মাথার ভেতরে ঢুকে যায়। বন্ধুদের সঙ্গে আলোচনা করে সে সিদ্ধান্ত নেয় একদিন সবাই মিলে আলো জ্বালাবে। একুশে ফেব্রুয়ারি উপলক্ষে এমনই এক আলো জ্বালানোর গল্প নিয়ে বিশেষ নাটক নির্মাণ করেছেন অভিনেতা কচি খন্দকার। রচনার পাশাপাশি এটিতে অভিনয়ও করেছেন নির্মাতা। আরও অভিনয় করেছেন আবুল হায়াত, মুসাফির সৈয়দ বাচ্চু, মায়মুনা, মিলন ভট্টাচার্য, তাজিন, তাশিনসহ অনেকে। কচি খন্দকার জানান, একুশে ফেব্রুয়ারি উপলক্ষে বিশেষ এ নাটকটি নির্মাণ করেছি। চেষ্টা করেছি একটু ভিন্ন কিছু করার। আমাদের এ গল্পটি আলো জ্বালানোর। আশা করছি যারা নাটকটি দেখবেন, তাদের মনে একটু হলেও নতুন আলো জ্বলবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত