প্রথম বিশ্বযুদ্ধের পটভূমিতে নির্মিত ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’ ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডসে (বাফটা) ইতিহাস গড়ল। সেরা চলচ্চিত্রসহ সর্বাধিক সাতটি পুরস্কার জিতেছে এটি। বাফটায় ইংরেজির বাইরে অন্য ভাষার কোনো ছবির এত বিভাগে জয়ের রেকর্ড এটাই প্রথম। জার্মান ভাষার চলচ্চিত্রটির সুবাদে সেরা পরিচালক হয়েছেন এডওয়ার্ড বারগার। সেরা রূপান্তরিত চিত্রনাট্য পুরস্কারও উঠেছে তার হাতে। স্কটিশ ট্রায়াথলেট চ্যাম্পিয়ন লেসলি প্যাটারসন ও আয়ান স্টোকেল দম্পতির সঙ্গে এটি ভাগাভাগি করেছেন তিনি। ১৯২৮ সালে প্রকাশিত জার্মান কথাশিল্পী এরিক মারিয়া রেমার্কের ধ্রুপদী উপন্যাস ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’ অবলম্বনে যৌথভাবে এর চিত্রনাট্য লিখেছেন তারা। এ ছাড়া ইংরেজির বাইরে অন্য ভাষার সেরা চলচ্চিত্র, সেরা মৌলিক সুর, সেরা চিত্রগ্রহণ এবং সেরা শব্দ বিভাগে পুরস্কার জিতেছে নেটফ্লিক্স প্রযোজিত ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’। ১৯ ফেব্রুয়ারি লন্ডনের সাউথব্যাংক সেন্টারের রয়েল ফেস্টিভ্যাল মিলনায়তনে বসেছিল বাফটার ৭৬তম আসর।