ঢাকা ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

কোক স্টুডিও বাংলার ‘মুড়ির টিন’

কোক স্টুডিও বাংলার ‘মুড়ির টিন’

দেশের চারটি বিভাগের ছয়টি ভিন্ন জায়গা থেকে আনুষ্ঠানিকভাবে গান প্রকাশ- এমনটা অতীতে কখনও ঘটেনি। ১৪ ফেব্রুয়ারি ভালোবাসার দিনে এমনই চমক দেখাল ‘কোক স্টুডিও বাংলা’। এদিন সন্ধ্যায় প্রকাশ হয়েছে অনুষ্ঠানটির দ্বিতীয় সিজনের প্রথম গান ‘মুড়ির টিন’। এ উপলক্ষে রাজধানীর ধানমন্ডি লেকের রবীন্দ্র সরোবরের উন্মুক্ত মঞ্চে হাজির হন ‘কোক স্টুডিও বাংলা’র মূল সংগীত প্রযোজক শায়ান চৌধুরী অর্ণব, গায়ক ও সংগীত পরিচালক প্রীতম হাসানসহ অনেকে। হাজারও ভক্ত-শ্রোতার সঙ্গে তারা কথা বলেন, পাশাপাশি গানও পরিবেশন করেন। এর পর লাইভ স্ট্রিমিং করা হয় নতুন গানটি। গান প্রকাশ শেষে অর্ণব বলেন, ফেব্রুয়ারি হলো ভাষার মাস। আর বাংলা ভাষা আমাদের সবাইকে এক করেছে। আর বিভিন্ন অঞ্চলের যে বচন বা ভাষা, সেটা আমাদের আরও সমৃদ্ধ করে। প্রতিটা ভাষার আলাদা চেহারা আছে, যেটা দিয়ে ওই অঞ্চলের মানুষকে বোঝা যায়। আর এ গানটি করার পেছনে ভাবনা ছিল, সেই আঞ্চলিকতার সঙ্গে মানুষকে কিছুটা প্রশান্তি দেওয়া। কেননা, যানজট, পরিবহন ইত্যাদি নিয়ে মানুষের ভোগান্তির শেষ নেই।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত