প্রশংসিত হিন্দি সিরিজের গল্পের শুরু বাংলাদেশে, সঙ্গে ভুল তথ্য!

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন প্রতিবেদক

দিন পাঁচেক আগে ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পেয়েছে নতুন সিরিজ ‘দ্য নাইট ম্যানেজার’। হিন্দি ভাষার এ সিরিজ মুক্তির পর থেকেই ভূয়সী প্রশংসা পাচ্ছে। আদিত্য রায় কাপুর, অনিল কাপুর ও শোভিতা ঢুলিপালার চরিত্রকে ঘিরে এগিয়েছে এ সিরিজের গল্প। এটি মূলত ব্রিটিশ লেখক জন লি ক্যারের বেস্ট সেলিং উপন্যাস ‘দ্য নাইট ম্যানেজার’ অবলম্বনে নির্মিত হয়েছে। তবে চিত্রনাট্যে দেওয়া হয়েছে ভারতীয় ছোঁয়া। সিরিজের গল্পের সূত্রপাত হয়েছে বাংলাদেশ থেকে। শান সেনগুপ্ত (আদিত্য রায় কাপুর) একজন সাবেক ভারতীয় নৌ সদস্য, যিনি বর্তমানে নাইট ম্যানেজার হিসেবে কাজ করেন বাংলাদেশের একটি হোটেলে। সেই হোটেল মালিকের স্ত্রী সাফিনার (যিনি মাত্র ১৪ বছরের কিশোরী) মাধ্যমে এক বিস্ফোরক তথ্য পান তিনি। যার বিনিময়ে নিরাপদে নিজ দেশ ভারতে ফিরে যেতে চান সেই কিশোরী। শান যথাসাধ্য চেষ্টা করলেও রক্ষা হয় না সাফিনার। কারণ, তিনি যে তথ্য ফাঁস করেছেন, তাতে প্রভাবশালী ব্যবসায়ী শেলি রাংটার (অনিল কাপুর) গোপন অস্ত্র ব্যবসার প্রমাণ আছে! সাফিনার মৃত্যুর পর গল্প আরও জটিল এবং রোমাঞ্চকর হয়ে ওঠে। কিন্তু শেষ পর্যন্ত কী হয়, তার জন্য সিরিজটি দেখা বাঞ্ছনীয়। সিরিজটিতে অবশ্য বাংলাদেশ সম্পর্কে একটি ভুল তথ্যও দেওয়া হয়েছে।