অভিনেত্রী হিসেবে অধিক পরিচিতি পেলেও আশনা হাবিব ভাবনার রক্তে মিশে আছে নৃত্য। তাই ঘুরেফিরে নিজের আত্মিক প্রশান্তি খুঁজতে নৃত্যের ঝংকারেই ডুব দেন। তবে এ শিল্পেও একটু ভিন্নতার ছাপ রাখতে চান ভাবনা। যেটার প্রমাণ আরও একবার দিলেন, এবারের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে। ২১ ফেব্রুয়ারি প্রকাশ হয়েছে ভাবনার একটি পোয়েট্রিক্যাল ফিল্ম। যেখানে তিনি কবিতা আবৃত্তির সঙ্গে ফুটিয়ে তুলেছেন নৃত্যের মুদ্রা। এতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত ‘বিদ্রোহী’র সঙ্গে মার্কিন কবি মায়া অ্যাঞ্জেলোর কবিতার সমন্বয় করা হয়েছে। আবৃত্তিতে ভাবনার সঙ্গে কণ্ঠ দিয়েছেন সামিউল ইসলাম পোলাক। জাতিসংঘের বিশেষায়িত সংস্থা ইউনেস্কোর ঢাকা অফিস থেকে প্রকাশ হয়েছে এ বিশেষ কাজটি। এর মাধ্যমে মূলত ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। ভিডিওচিত্রটি নির্মাণ করেছেন রনি শরাফাত। উপস্থাপনায় স্বপ্নীল ফাউন্ডেশন।