স্বল্প সময়ের জন্য ঢাকায় এসেছেন কলকাতার গুণী অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। উদ্দেশ্য- মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘মায়ার জঞ্জাল’র প্রচারণা। এটি বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনার ছবি। ২৪ ফেব্রুয়ারি দুই দেশে একসঙ্গে মুক্তি পায় এটি। ছবির বিশেষ প্রদর্শনীতে অংশ নেয়া ও গণমাধ্যমের মুখোমুখি হওয়ার জন্য সম্প্রতি ঢাকায় পা রাখেন ঋত্বিক।
কথা বলেছেন ‘মায়ার জঞ্জাল’র পাশাপাশি ঢাকা ও কলকাতার নানান বিষয়ে। ঋত্বিক মনে করেন, যৌথ প্রযোজনা দুই দেশের জন্যই গুরুত্বপূর্ণ। এতে কাজের মান বাড়ে। তিনি বলেন, যৌথ প্রযোজনার ব্যাপারটি খুব গুরুত্বপূর্ণ। এটা হওয়া উচিত। আগে অনেক হয়েছে। দুই দেশের দর্শক দুই জায়গার কাজই দেখতে চান। এর মাধ্যমে আইডিয়ার যে এক্সচেঞ্জ হয়, সেটাও একটি স্বাস্থ্যকর প্র্যাক্টিস। শুধু সিনেমার ক্ষেত্রে নয়, পুরো সাংস্কৃতিক কর্মকাণ্ডেই এ আদান-প্রদান থাকা উচিত বলে মনে করেন ঋত্বিক চক্রবর্তী।