প্রযোজক আজিজের জন্য বইমেলায় পূজা চেরী
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিনোদন প্রতিবেদক
ফেরার পথে যখন রাগ-অভিমানের তালা থাকে, তখন ক্ষমা প্রার্থনাই যেন চাবি হয়ে ওঠে। কিন্তু সেই মিনতি যদি হয় প্রকাশ্যে, তখন বিষয়টি মুখরোচক আলোচনায়, খবরের শিরোনামে উঠে আসে স্বাভাবিকভাবেই। যেমনটা হয়েছে ঢালিউডের প্রযোজক আবদুল আজিজ ও চিত্রনায়িকা পূজা চেরীর ক্ষেত্রে। আজিজের হাত ধরে জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে নায়িকা পরিচয় পান পূজা। বলা হয়, কিশোরী পূজাকে নায়িকা বানানোর কারিগর তিনিই। কিন্তু মাঝে ঘর ছেড়ে দূরে যান পূজা। কাজ করেন অন্যান্য প্রযোজক-পরিচালক-নায়কের সঙ্গে। ব্যাস, অভিমান হয় আজিজের। দূরত্ব বাড়ে তাদের মধ্যে। সেই দূরত্বের বরফ গলাতে ও পুনরায় জাজ মাল্টিমিডিয়ায় ফিরতে চাইছিলেন পূজা চেরী। কিন্তু ওই যে অভিমানের তালা!
পূজাকে তাই প্রকাশ্যে, সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চেয়ে পোস্ট দিতে হয়েছে। এর পর জাজও সহাস্যে তাকে স্বাগত জানিয়েছে। কিন্তু ক্ষমা প্রার্থনাতেই ক্ষান্ত হননি পূজা চেরী। আরও একধাপ এগিয়ে প্রযোজকের মন জোগাতে ছুটে গেলেন বইমেলায়। কারণ আবদুল আজিজ এবার একটি কবিতার বই লিখেছেন। নাম ‘প্রিয়তমা, তোমাকে বলছি’। এ বইয়ের প্রচারণার স্বার্থেই ২৪ ফেব্রুয়ারি মেলায় পা রাখেন পূজা। আজিজের বই যে প্রকাশনী থেকে এসেছে, তাদের স্টলে বসে পাঠকদের আহ্বান জানান, সঙ্গে গণমাধ্যমের মুখোমুখিও হন। অদ্ভুত ব্যাপার হলো, প্রযোজকের জন্য পূজা ছুটে গেলেও দেখা মেলেনি আজিজের! অর্থাৎ পূজা একাই প্রচার সেরে বইমেলা ত্যাগ করেছেন। তবে কি পূজাকে এখনও মন থেকে মেনে নেননি জাজ-কর্তা? প্রশ্ন অনেকের মনে। অবশ্য ২১ ফেব্রুয়ারি মেলায় হাজির হয়েছিলেন আবদুল আজিজ। সেদিন তার সঙ্গে ছিলেন দুই নায়িকা ফারিন খান ও প্রেমা ইসলাম। তারাও জাজ পরিবারের সদস্য।