সুবর্ণা মুস্তাফার ভাষায় ‘গাজী চাচা’ ও বাংলা গানের মানপত্র

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন প্রতিবেদক

গাজী মাজহারুল আনোয়ারের জন্মদিন ছিল ২২ ফেব্রুয়ারি। তিনি নেই, তবে তার সৃষ্টিকর্ম রয়ে গেছে দেশের বিরাট অংশজুড়ে। তার লেখা আটটি অমর গান নতুন আয়োজনে সামনে আসছে ‘আইপিডিসি আমাদের গান’ শীর্ষক অনুষ্ঠানের মাধ্যমে।

২৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় প্রথম গান হিসেবে ‘তুমি আরেকবার আসিয়া’ প্রকাশ হয়েছে। যেটি গেয়েছেন অনিমেষ রায়, সংগীতায়োজনে ইমন সাহা।

স্বামী-নির্মাতা বদরুল আনাম সৌদকে নিয়ে এ গানের প্রকাশনা অনুষ্ঠানে এসেছিলেন নন্দিত অভিনেত্রী ও সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফা। গাজী মাজহারুল আনোয়ারকে নিয়ে চমৎকার কিছু কথা বলেছেন তিনি।

সেগুলো ছিল এরকম, যদি এমন একটা দিন আসে, ইংরেজি সাহিত্যের কোনো বই আর নেই, চার্লস ডিকেনসের বই ছাড়া। তখন যদি শুধু তার ‘ডেভিড কপারফিল্ড’ উপন্যাসটি পড়া হয়, তাতেও বোঝা যাবে ইংরেজি সাহিত্য কতটা উঁচুতে পৌঁছেছিল। সেই কথার রেশ ধরে সুবর্ণা মুস্তাফা বোঝালেন বাংলা গানের মানপত্র, ধরা যাক কোনো কারণে বাংলাদেশের কোনো গান খুঁজে পাওয়া যাচ্ছে না। শুধু গাজী মাজহারুল আনোয়ারের গানগুলো পাওয়া যাচ্ছে। তখনও বোঝা যাবে বাংলা গান কত সমৃদ্ধ ছিল।