চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানের উপস্থাপক নুসরাত ফারিয়া

প্রকাশ : ০১ মার্চ ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন প্রতিবেদক

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা নুসরাত ফারিয়া। শুধু ঢালিউড নয়, টলিউডেও নিজের নামণ্ডকাজ চিনিয়েছেন তিনি। তবে ফারিয়া তার ক্যারিয়ার শুরু করেছিলেন উপস্থাপক হিসেবে। প্রথমে রেডিও জকি, এরপর টিভি উপস্থাপনায় নিজেকে মেলে ধরেন। পেয়েছিলেন দারুণ জনপ্রিয়তাও। কিন্তু সিনেমায় আসার পর মাইক্রোফোন থেকে অনেকটা দূরেই সরে গেছেন নায়িকা। তবে সঞ্চালক ফারিয়ার ভক্তদের জন্য সুখবর হলো, চেনা সেই ভূমিকায় আবারও পাওয়া যাবে তাকে। আরও বড় পরিসরের আয়োজনে। ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১’ প্রদান অনুষ্ঠানের উপস্থাপন করবেন তিনি। ৯ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে এ আয়োজন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমন অনুষ্ঠানের উপস্থাপনা করবেন ভেবে ভীষণ উচ্ছ্বসিত ফারিয়া। তিনি বলেছেন, উপস্থাপনায় যদিও আমার অভিজ্ঞতা আছে। কিন্তু প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারের অনুষ্ঠানে উপস্থাপনা করব। এর আগে অবশ্য তিনবার নৃত্যশিল্পী হিসেবে পারফর্ম করেছি এ আয়োজনে। তবে এবারের কাজটি নিঃসন্দেহে অনেক এক্সাইটিং ও চ্যালেঞ্জিং হবে। সর্বোচ্চ চেষ্টা থাকবে, যাতে সুন্দরভাবে উপস্থাপনা করতে পারি।