ঢাকা ২৬ অক্টোবর ২০২৪, ১১ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

হলিউডের পুরস্কারে বাজিমাত ‘আরআরআর’

হলিউডের পুরস্কারে বাজিমাত ‘আরআরআর’

শুধু বক্স অফিসে নয়, আন্তর্জাতিক পুরস্কার মঞ্চেও দাপট বাড়ছে ভারতীয় সিনেমার। কিছুদিন আগেই এসএস রাজামৌলি নির্মিত তেলেগু সিনেমা ‘আরআরআর’-এর গান ‘নাটু নাটু’ জিতেছে বিখ্যাত গোল্ডেন গ্লোব পুরস্কার। অস্কারের আগামী আসরেও ছবিটির সম্ভাবনা প্রবল। এরই মধ্যে আরেকটি আন্তর্জাতিক আসরে বাজিমাত করেছে ‘আরআরআর’। সেরা বিদেশি ভাষার সিনেমাসহ চারটি বিভাগে পুরস্কার জিতে নিয়েছে। রাম চরণ ও জুনিয়র এনটিআরের ছবিটির এমন সাফল্য ‘হলিউড ক্রিটিকস অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড’-এ। সেরা বিদেশি ভাষার সিনেমা, সেরা অ্যাকশন সিনেমা, সেরা স্টান্টস ও সেরা গানের জন্য পুরস্কার পেয়েছে ‘আরআরআর’। এ দৌড়ে হলিউডের তুমুল জনপ্রিয় ‘টপ গান : ম্যাভেরিক’ কিংবা ‘ব্যাটম্যান’-এর মতো সিনেমাও ছিল।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত