অর্ধযুগ পূর্ণ করল তানভীর তারেকের গ্রন্থনা ও উপস্থাপনায় এফএম শো ‘রাত আড্ডা উইথ তানভীর’। জাগো এফএম ৯৪.৪-এ গত ৬ বছরে তিন শতাধিক পর্বে শোবিজ জগতের নানা পর্যায়ের গুণিজনকে নিয়ে আড্ডা দিয়েছেন তিনি। এটি একই সঙ্গে ফেইসবুক পেজেও লাইভ হয়।
তানভীর তারেক বলেন, আজ থেকে ৬ বছর আগে ঠিক ফেব্রুয়ারির শেষ দিকেই রাত আড্ডা শুরু করেছিলাম। জাগো এফএমএর স্টেশন হেড আরজে উদয় আমাকে একটি নতুন ধারার অনুষ্ঠান করতে একদিন তার অফিসে ডাকেন। আমি গিয়ে বললাম- এখন তো ডিজিটাল প্ল্যাটফর্মের সময়। একই সঙ্গে দেখা ও শোনার লিংক থাকতে হবে। শুরুর দিকে দ্বিধা ছিল অনেকের। কিন্তু এটাই এখন ট্রেন্ড হয়ে গেছে। এ অনুষ্ঠানটি করার ব্যাপারে আরও একটি বিশেষ আগ্রহ কাজ করেছে, তা হলো অনুষ্ঠানের ২ ঘণ্টার ব্যাপ্তিকাল। তানভীর তারেকের উপস্থাপনার ক্যারিয়ার ১৭ বছরের। বরেণ্য গণমাধ্যম ব্যক্তিত্ব হানিফ সংকেত তাকে উপস্থাপনায় নিয়ে আসেন। তার উদ্যোগেই শুরু করেছিলেন এটিএন বাংলার টকচার্ট অনুষ্ঠান দিয়ে। এর পর একুশে টিভির মিডিয়া গসিপ তানভীরের উপস্থাপনা ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট। দীর্ঘ ৮ বছর অনুষ্ঠানটি তিনি গ্রন্থনা ও উপস্থাপনা করেন।