শ্রেষ্ঠ গীতিকবির পুরস্কার পেলেন জনি হক। গত বছরের অন্যতম সুপারহিট গান ‘চলো নিরালায়’ রচনার জন্য তাকে প্রদান করা হয় ‘আনন্দ লহরীর পারফরম্যান্স অ্যাওয়ার্ড ২০২২’ নামের এ পদক।
২৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জমকালো আয়োজনের মাধ্যমে গীতিকবির হাতে এ সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।
এ সময় সঙ্গে ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। উচ্ছ্বসিত জনি হক বলেন, যে কোনো স্বীকৃতি আনন্দ দেয়। আরও ভালো কাজ করার অনুপ্রেরণা জোগায়।
আমার এ স্বীকৃতি আমি ভাগ করে নিতে চাই গানটির সুরস্রষ্টা নাভেদ পারভেজ ও দুই শিল্পী অয়ন-আনিসার সঙ্গে। কৃতজ্ঞতা আনন্দ লহরীর সংশ্লিষ্টদের প্রতি। ‘চলো নিরালায়’ গানটি ২০২২ সালে মুক্তি পাওয়া সর্বোচ্চ হিট সিনেমা ‘পরাণ’-এর। রায়হান রাফী পরিচালিত ও লাইভ টেকনোলজিস প্রযোজিত এ ছবির অন্যতম তিন চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিম ও ইয়াশ রোহান।