ঢাকা ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

এসএজি অ্যাওয়ার্ড

অস্কার দৌড়ে এগিয়ে ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’

অস্কার দৌড়ে এগিয়ে ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’

অস্কার জয়ের দৌড়ে এগিয়ে গেল ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’। স্ক্রিন অ্যাক্টরস গিল্ড (এসএজি) অ্যাওয়ার্ডের সর্বোচ্চ স্বীকৃতিসহ সামনের সারির প্রায় সব পুরস্কার জিতেছে ছবিটি। ফলে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে সেরা চলচ্চিত্র বিভাগে এর এগিয়ে থাকার মোমেন্টাম এসে গেল। মাল্টিভার্স অ্যাডভেঞ্চার ধাঁচের ছবিটি এসএজি অ্যাওয়ার্ডসের ২৯তম আসরে সেরা অভিনয়শিল্পীর সম্মিলন পুরস্কার জিতেছে। এ ছাড়া এর তিন অভিনয় শিল্পী আলাদাভাবেও স্বীকৃতি পেয়েছেন। ‘টার’ ছবির নায়িকা কেট ব্ল্যানচেটকে হটিয়ে সেরা অভিনেত্রী হয়েছেন মালয়েশিয়ান তারকা মিশেল ইয়ো। এসএজি অ্যাওয়ার্ডের ইতিহাসে এবারই প্রথম কোনো এশিয়ান তারকা সেরা অভিনেত্রী পুরস্কার জিতলেন। তিনি বলেন, পুরস্কারটি শুধু আমার জন্য নয়, আমার মতো দেখতে প্রত্যেক মেয়ের জন্য। ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’ ছবিতে একটি লন্ড্রি মালিকের চরিত্র ফুটিয়ে তুলেছেন মিশেল ইয়ো। পৃথিবী রক্ষায় নিজের বিভিন্ন সংস্করণ খুঁজে বেড়ান তিনি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত