সিনেমা হলের আয়ু আর ১০ বছর : নাসিরুদ্দিন
প্রকাশ : ০৩ মার্চ ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিনোদন ডেস্ক
ওটিটি ও সিনেমা হল নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বলিউডের জ্যেষ্ঠ অভিনেতা নাসিরুদ্দিন শাহ। এ বর্ষীয়ান অভিনেতা জানালেন, আগামী ১০ বছরে সিনেমা হল বলে আর কিছুই থাকবে না। ওটিটিই একমাত্র ভবিষ্যৎ। এটা নাকি ওটিটির যুগ! অনেকেই তেমন ছবি না হলে হলমুখী হন না আর। অপেক্ষা করেন কবে ছবিটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে আর সেখানে তিনি দেখবেন ছবিটি। এ ছাড়া এক একটি ওয়েব মাধ্যমে কত অপশন, কত ধরনের কনটেন্ট। যা ইচ্ছে, যেমন ইচ্ছে দেখা যায়। ফলে মহামারির পর থেকে একটা বিতর্ক খুব শোনা যাচ্ছে, তবে কি ওটিটি সিনেমা হলের জায়গা কেড়ে নিতে চলেছে আগামীতে? এবার সেই প্রসঙ্গে কথা বললেন নাসিরুদ্দিন শাহ। অভিনেতার মতে, ওটিটি ভবিষ্যৎ। আমরা পছন্দ করি বা না করি, এটাই সত্যি, এটাই বাস্তব। আমার তো মনে হচ্ছে গোটা বিশ্ব থেকে শিগগিরই এ সিনেমা হল বিষয়টাই উঠে যেতে চলেছে। আগামী ১০ বছরের মধ্যে এটা হবেই, তখন কোনো সিনেমা হল থাকবে না আর। তখন মানুষ একা ঘরে বসে সিনেমা দেখবে। আমি যদিও জানি না সেটা ভালো না মন্দ।