ঢাকা ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

স্বর্ণভালুক জিতল ‘অন দ্য অ্যাডাম্যান্ট’

স্বর্ণভালুক জিতল ‘অন দ্য অ্যাডাম্যান্ট’

ফ্রান্সের রাজধানী প্যারিসে মানসিক রোগে আক্রান্ত প্রাপ্তবয়স্কদের জন্য একটি ভাসমান ডে-কেয়ার সেন্টার রয়েছে। এর ওপর নির্মিত প্রামাণ্যচিত্র ‘অন দ্য অ্যাডাম্যান্ট’ ৭৩তম বার্লিন চলচ্চিত্র উৎসবে স্বর্ণভালুক পুরস্কার জিতল। ২৬ ফেব্রুয়ারি ১১ দিনের এ আয়োজনের পর্দা নামল। ‘অন দ্য অ্যাডাম্যান্ট’ নির্মাণ করেছেন নিকোলাস ফিলিবের্ত। অনেক ফিকশন ছাপিয়ে একটি প্রামাণ্যচিত্রকে বার্লিন উৎসবের সর্বোচ্চ সম্মান দেওয়ায় বিচারকদের সাধুবাদ জানান তিনি। তার অনুভূতিতে, আমার ডকুমেন্টারিকে সিনেমা হিসেবে বিবেচনা করায় আমি ভীষণ আবেগাপ্লুত। সেন নদীর তীরে নোঙর করা একটি বজরায় দ্য অ্যাডাম্যান্ট নামের ডে-কেয়ার সেন্টারের রোগী ও পরিচর্যাকারীদের জীবনযাপন ও কথোপকথন তুলে ধরা হয়েছে এতে। নির্মাতা নিকোলাস ফিলিবের্তের চোখে মনোরোগ চিকিৎসার ধরন বরাবরই অমানবিক। তাই মানসিক ভারসাম্যহীনদের মানবিকতা দেখাতে চেয়েছেন তিনি। তার আশা, প্রামাণ্যচিত্রটি সমাজের চেতনা জাগ্রত করতে ভূমিকা রাখবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত